ত্রিপুরা
img

সিবিএসই পরিচালিত পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপকদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান

সিবিএসসি পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খোয়াই মহকুমার মধ্যে ভালো  ফলাফল হওয়ায়।খোয়াই ডিরোজিও মিশন স্কুলের পক্ষ থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপক দুজন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এবছর সিবিএসসি পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিকে ১৯ জন পরীক্ষার্থী ও উচ্চমাধ্যমিকে ১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে ছিল। তাদের প্রত্যেকেরই ফলাফল অনেকটাই ভালো হয়েছে বলে জানান স্কুলের প্রিন্সিপাল হরিপদ চক্রবর্তী। তাছাড়া ডিরোজিও মিশন  স্কুলের মাধ্যমিকে সব থেকে বেশি স্কোর করেছে বর্ষা ঘোষ তার প্রাপ্ত নম্বর ৯৩.৪ শতাংশ ও জিয়া দেব তার প্রাপ্ত নম্বর ৯২. ৪ শতাংশ। অরিত্র দত্ত তার প্রাপ্ত নম্বর ৮৭.৪ শতাংশ, প্রজ্ঞা দেব ৪৬.৪ শতাংশ। তাছাড়া উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করেছে নিভিউ দেববর্মা তার প্রাপ্ত নম্বর ৮৫.৪ ও নীরজ দেব ৭৭.২ শতাংশ। খোয়াই ডিরোজিও মিশন ইংরেজি মাধ্যম বিদ্যালয়টি ২০১২ সালে সিবিএসসির অনুমোদন লাভ করে, তারপর থেকেই বরাবরের মতো ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল লক্ষ্য করা যাচ্ছে। বিদ্যালয়ের প্রিন্সিপাল হরিপদ চক্রবর্তী বলেন এই ভালো ফলাফলের পেছনে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে তাদের পিতা-মাতা ও শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট অবদান রয়েছে তিনি স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবক দেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করেন। তাছাড়া আগামী দিন যাতে আরো ভালো ফলাফল এই স্কুল থেকে  বেরিয়ে আসে সে বিষয়েও প্রত্যাশা ব্যক্ত করেন । এদিন ছাত্র-ছাত্রীদেরকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল হরিপদ চক্রবর্তী ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মানিক দেবনাথ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।