ত্রিপুরা
img

মিথ্যা প্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করলেন চা বাগান গ্রাম পঞ্চায়েত

অনুমতি ছাড়া  সিপিআইএম দলের ডেপুটেশন প্রদান করা চেষ্টা। পড়ে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে স্থানীয় সমস্যা নিয়ে পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করা হয়েছে। বিনা অনুমতিতে ও মিথ্যা প্রচারের বিরুদ্ধে চা বাগান গ্রাম পঞ্চায়েতের কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলন করে আজ দুপুর বারোটা নাগাদ চা বাগান পঞ্চায়েতে।  সাংবাদিক সম্মেলনে উপপ্রধান জানান, গতকাল স্থানীয় সমস্যা নিয়ে সিপিআইএম পশ্চিম অঞ্চল কমিটির উদ্যোগে খোয়াই ব্লকের অন্তর্গত চা বাগান গ্রাম পঞ্চায়েতে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়ার জন্য এক প্রতিনিধি দল গিয়ে হাজির হয়। সেই সময় পঞ্চায়েত সচিব ডেপুটেশন গ্রহণ করেননি। পঞ্চায়েত থেকে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়। পরবর্তী সময় সিপিএম দলের উদ্যোগে সোশ্যাল মিডিয়া প্রচার করা হয় চা বাগান গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হয়েছে। আজ এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করলেন চা বাগান গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।