ত্রিপুরা
img

বনদপ্তর এর উদ্যোগে গড়ে উঠা মাল্টি ইউলিটি বিল্ডিং এর শুভ উদ্বোধন

শুক্রবার আমবাসা রাইপাশা এলাকায় বনদপ্তর এর উদ্যোগে গড়ে উঠা মাল্টি ইউলিটি বিল্ডিং এর শুভ উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। প্রায় সাড়ে  চার লক্ষ টাকা দিয়ে নির্মিত হয় এই বিল্ডিংটি। মূলত এই বিল্ডিংটি তৈরি করা হয় পরিবেশ রক্ষার জন্য যারা কাজ করছেন অর্থাৎ বনদপ্তরের অধীনে পরিবেশ রক্ষায় যে কমিটি রয়েছে তাদের বিভিন্ন আলোচনা একটি স্থান হিসেবে  এই বিল্ডিংটি নির্মাণ করা হয়। এখানেই তারা বিভিন্ন মিটিং করবে এবং পরিবেশ রক্ষায় কি কি করতে হবে এইসব নিয়ে এখানে বসে আলোচনা করবে।  ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে বিল্ডিং এর শুভ উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। পাশাপাশি উপস্থিত ছিলেন ধলাই জোনালের চেয়ারম্যান প্রেমলাল মলসম, ধলাই বন আধিকারিক অমিত দেববর্মা সহ অন্যান্যরা।