
মা রূপময়ী মহাশক্তি আশ্রম ত্রিপুরা শাখার উদ্যোগে বৃহস্পতিবার অ্যাডভাইজার চৌমুহনী স্থিত একটি বিয়ে বাড়িতে আয়োজিত হয় এক রক্তদান শিবিরের । রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। প্রসঙ্গত এই সংস্থা এই নিয়ে চতুর্থ বারের মতো এই রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তারা নিজেদেরকে জড়িয়ে রাখে বছর ভর। এবছর আরো তিনটি রক্তদান শিবির পরিচালনা করার পরিকল্পনা রয়েছে তাদের বলে জানান উদ্যোক্তারা। রক্তদান শিবিরটি ঘুরে দেখে মেয়র দীপক মজুমদার বলেন, ধর্ম মানেই মানব সেবা। এবং এ ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান মানব সেবায় এগিয়ে আসায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি বছর পর সামাজিক কর্মকান্ডে নিজেদেরকে জড়িত রাখায় তাদের অভিনন্দন জানায় তিনি।