
রামঠাকুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের NSS ইউনিটের উদ্যোগে সোমবার থেকে শুরু হলো ৭ দিন ব্যাপী বিশেষ NSS ক্যাম্প। সাত দিন ব্যাপী এনএসএস ক্যাম্পকে কেন্দ্র করে সোমবার রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যানরা। প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে এই ক্যাম্পের শুভ সূচনা করা হয়। রাজীব ভট্টাচার্য সংবাদমাধ্যমের মধ্য দিয়ে বলেন এই রক্তদান শিবিরের মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে বার্তা দেওয়া এবং এই রক্তদানের মত মহৎ দানে এগিয়ে আসা এটা আমাদের কাছে এক নজির সৃষ্টি করেছে। তিনি আশা রাখেন সমাজের প্রত্যেক অংশের মানুষ এরকম সামাজিক কাজে ব্রতি হয়। তাতেই সুষ্ঠ সমাজ সুষ্ঠু পরিবেশ গড়ে উঠবে।