ত্রিপুরা খবর
img

বাংলাদেশী ড্রোন

বিলোনিয়া বল্লামুখা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় উদ্ধার একটি বাংলাদেশী ড্রোন, সীমান্ত কাঁটাতার থেকে ৩০০ মিটার ভারতীয় সীমানার ভিতরে ধানের জমিতে উদ্ধার এই ড্রোন। ড্রোন উদ্ধারকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।, সীমান্ত রক্ষী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে কিভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়ল ড্রোন এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। বিলোনিয়া থানা খবর পেয়ে উদ্ধার করে নিয়ে আসে ড্রোনটি। পরক্ষণে সীমান্তরক্ষী জোওয়ানরা উপস্থিত ঘটনাস্থলে। ভারতীয় সীমান্তে ড্রোন উদ্ধার ঘিরে সীমান্ত রক্ষী বাহিনী এবং পুলিশ তদন্ত শুরু করেছে ।