
বেসরকারী বিদ্যালয় পরিচালন সংস্থার তুঘলকি কাণ্ডে কুমারঘাটে সরব একাংশ অবিভাবক মহল। হটাৎ স্কুলের বিভিন্ন ফি বাড়ানো নিয়ে একজোট হয়ে পরিচালন কমিটি তথা বিদ্যা ভারতীর বিরুদ্ধে প্রতিবাদ অবিভাবক মহলের।
ঊনকোটি জেলার কুমারঘাটের নিবেদিতা ইংরেজী মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন কমিটি বিদ্যা ভারতীর বিরুদ্ধে ফি বাড়ানোর অভিযোগ তুললো ছাত্র-ছাত্রীদের অবিভাবকরা। অবিলম্বে কর্তৃপক্ষকে স্কুল পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেবার দাবী জানালো একাংশ অবিভাবক মহল।
শম্পা রায় নামের এক অবিভাবক অভিযোগ করেন, কুমারঘাটের এই স্কুলটিকে বিগত দুই বছর ধরে পরিচালনা করে আসছে বিদ্যাভারতী কর্তৃপক্ষ। আর তখন থেকেই স্কুলে শুরু হয়েছে অরাজক পরিস্থিতি। আগের স্থানীয় কমিটির দ্বারা ভালোভাবেই চলছিলো স্কুল। কিন্তু সমস্যার সৃষ্টি হয় বিদ্যাভারতীর সময় থেকেই। তারা দায়িত্ব নেওয়ার পর থেকেই দিনের পর দিন বাড়ানো হচ্ছে বিদ্যালয়ের বিভিন্ন ধরনের মাশুল। শুধু তাইনয়, বর্তমান পরিচালন কমিটির সময়ে স্কুলের পঠনপাঠনও লাটে উঠেছে বলে অভিযোগ। এতে করে অন্ধকারে যাচ্ছে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ। এসব বিষয়ে রবিবার বিদ্যাভারতী কর্তৃপক্ষের সঙ্গে অবিভাবকদের আলোচনার সময় নির্ধারিত করা হলেও কর্তৃপক্ষের কেউ অবিভাবকদের সঙ্গে দেখা করতে বিদ্যালয়ে যাননি বলে অভিযোগ। এতেই ক্ষোভ জন্মায় অবিভাবকদের মধ্যে। অবিলম্বে বিদ্যাভারতী কর্তৃপক্ষকে পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেবার জোরালো দাবী তুলেন অবিভাবকরা।