
Apr 06, 2025
সীতারাম ইয়েচুরির পর সিপিএমের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন কেরলের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ এম এ বেবি। রবিবার মাদুরাইতে শেষ হল সিপিএমের ২৪তম পার্টি কংগ্রেস। দলের পরবর্তী সাধারণ সম্পাদক পদে কে বসবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছিল। পার্টি কংগ্রেস শেষের পর ঘোষণা করা হয়েছে এম এ বেবির নাম। সীতরাম ইয়েচুরি প্রয়াত হওয়ার পর এই পদটি ফাঁকাই ছিল। পলিটব্যুরোর সমন্বয়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রকাশ কারাট।