
রবিবার ফরওয়ার্ড ব্লক এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় । ফরওয়ার্ড ব্লকের এক নেতৃত্বে রঘুনাথ সরকার বলেন আগামী ১১ই এপ্রিল সারা ভারত ফরোয়ার্ড ব্লক থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংসদ অভিযানে শামিল হবেন এবং যন্তর মন্তর অভিযানের মধ্য দিয়ে শেষ হবে, এর জন্য ত্রিপুরা থেকে প্রতিনিধি অনেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে । রঘুনাথ সরকার আরো বলেন দাবিগুলি হল ,আইএন সরকার সম্বন্ধে ফাইল, আজাদি ফাইল গুলি প্রকাশ করা , নেতাজিকে মর্যাদা দেওয়া এবং উনার উত্তরাধিকারিদের মর্যাদা দেওয়া ,দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, বেকারদের কর্মসংস্থান করা এবং বিভিন্ন কর্মসংস্থানের জন্য উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া । এই অভিযানে ফরওয়ার্ড ব্লক ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃত্ব রাও অংশগ্রহণ করবেন । তিনি আরো বলেন, এবারের বাজেটের কর্মসংস্থান এর কথা বলা হয়নি। উদয়পুরের উড়ালপুল ছাড়া আর কোন নতুন প্রকল্পের কথা বলা হয়নি । তাছাড়া রেগার কাজ ৩০ থেকে ৩৫ দিন মাত্র করা হয়। এমনকি অনেক গরীব অংশের মানুষের কাছ থেকে জোরপূর্বক রেগার কার্ড ছিনিয়ে নেওয়া হচ্ছে যেটা অত্যন্ত অন্যায় মূলক কাজ। আমরা এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি তিনি যাতে প্রয়োজনীয় যোগ্যতা অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।