ত্রিপুরা খবর
img

এক দেশ এক ভোট মত বিনিময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সোমবার আগরতলা সুকান্ত একাডেমিতে ব্যবসায়ীদের নিয়ে এক দেশ এক ভোট মতবিনিময়  সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব  , মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ আগরতলার বিভিন্ন ব্যবসায়ীরা। সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, কংগ্রেসরা কোন কারণ ছাড়াই এক দেশ এক ভোটে বিরোধিতা করে। তারা ভারতীয়  সংস্কৃতি মানে না, এমনকি কংগ্রেসের ভুল নীতির কারণেই এক দেশ এক নির্বাচন ভেঙ্গে পড়েছিল ।বিজেপি সরকার সে এক দেশ এক নির্বাচন নীতি বাস্তবায়নের জন্য কাজ করছে। শুধু কংগ্রেসই নয় সিপিআইএম আমলেও মানুষ অন্য কোন উপায় ছিল না বলে শুধুমাত্র সিপিএম পার্টি অফিসে ঘোরাঘুরি করত ,আর এখন মানুষ স্বাধীনভাবে অর্থনৈতিক ভীত মজবুত করে যেখানে সেখানে ঘুরতে পারে।