
সোমবার প্রজ্ঞাভবনে অর্কিড ফুল চাষীদের নিয়ে একদিনের কর্মশালার আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, এগ্রিকালচার ,হর্টিকালচার দপ্তরের বিভিন্ন আধিকারিকরা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তর থেকে আগত প্রশিক্ষনাথীরা। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন , রাজ্য সরকার হর্টিকালচারের সহযোগিতায় আগামী দিনে ফুল চাষিরা যাতে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হয় । সেই জন্য এই অর্কিড কর্মশালার আয়োজন করা হয়েছে। সরকারের সহযোগিতায় কৃষকরা আগামী দিনে যাতে অর্থনৈতিক দিক দিয়ে সফল হয়ে কর্মসংস্থানের রাস্তা বের করতে পারে সেদিকে রাজ্য সরকারের নিরলস প্রয়াস জারি রেখেছে। অর্কিড একটি খুব ভালো ফুল এটার উৎপাদনও খুব দ্রুত এবং বেশি হয় । ফলে চাষিরা অর্কিড ফুলের চাষ করে ,সহজে আয়ের রাস্তা মজবুত করতে পারবে। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত নির্মাণ করা এক্ষেত্রে অর্কিড চাষের প্রশিক্ষণ শিবির অনেকটা কাজে লাগবে বলে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আশা প্রকাশ করেন।