ত্রিপুরা খবর
img

গোপালনগরে উদ্বোধন হলো রাম মন্দিরের

মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে উদ্বোধন হলো গোপালনগর এলাকার প্রতিষ্ঠিত রাম মন্দির। মন্ত্রী রতন  লাল নাথ সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলেন গোপালনগর এলাকার  জনসাধারণ একত্রিত হয়ে রাম মন্দিরটি প্রতিষ্ঠা করেছে। সোমবার এই মন্দিরের উদ্বোধন হয়েছে। আজ থেকে নিয়ম-নীতি মেনে  নিত্যদিন এই মন্দিরে রামের পূজারচনা করা হবে। এই মূর্তিটা তৈরি করা হয়েছে আমতলী থেকে। মন্ত্রী বলেন বর্তমান যুগে রাম ঠাকুরের প্রতি আকৃষ্ট জনগণ। পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করা।