ত্রিপুরা খবর
img

উষা বাজার ভারতরত্ন সংঘ ক্লাবে পালিত হল মাতৃভাষা দিবস।

একুশে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে সমগ্র বাঙালি জন্য এক বিশেষ দিন, এই দিন ভাষার জন্য  আত্মত্যাগের প্রতীক, তবে শুধু বাঙালি নয় একুশে ফেব্রুয়ারি সমগ্র বিশ্বের কাছেই মাতৃভাষাকে ভালোবাসার দিন, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো এই দিনটিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে ঘোষণা করে,তারই অঙ্গ হিসাবে মাতৃভাষা দিবস উপলক্ষে ঊষাবাজার ভারতরত্ন সংঘের উদ্যোগে আজ শহীদ বেদিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়,  ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী প্রোডাক্ট ডাইরি মিল্কের চেয়ারম্যান তথা ভারতরত্ন সংঘ ক্লাবের সভাপতি রতন ঘোষ, ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক চন্দন চক্রবর্তী সহ ক্লাবের অন্যান্য সদস্য সদস্য বৃন্দ, ভাষা শহীদদের স্মরণ করে এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতরত্ন সংঘ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়, এই রেলি বিমানবন্দর হয়ে আবার ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।