দেশ
img

ভয়াবহ জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীর

নিজস্ব প্রতিনিধি:- সাম্প্রতিককালে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার সাক্ষী থাকল জম্মু ও কাশ্মীর। সদ্য মিটেছে বিধানসভা নির্বাচন। প্রায় প্রতিদিন জঙ্গি হামলার ঘটনা ঘটছে। শনিবার রাতে ভয়াবহ জঙ্গি হামলায় একসঙ্গে প্রাণ হারালেন সাতজন। মৃতদের মধ্যে একজন চিকিৎসক এবং বাকি ছয়জন নির্মীয়মান টানেলের পরিযায়ী শ্রমিক।সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার রাত , হামলার ঘটনাটি ঘটেছে কাশ্মীরের গান্দেরবল জেলায়। বেসরকারি এক সংস্থার ক্যাম্পে ছিলেন কয়েকজন পরিযায়ী শ্রমিক ও একজন চিকিৎসক। সেই ক্যাম্পেই আচমকা হামলা চালায় দুইজন জঙ্গি। এলোপাথাড়ি গুলিতে প্রাণ যায় সাতজনের। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।