দেশ
img

সিকিমে দুর্ঘটনার কবলে সেনার গাড়ি

নিজস্ব প্রতিনিধি:-সিকিমে দুর্ঘটনার কবলে সেনার গাড়ি। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে সিকিমের  পাকিয়ং জেলার  দালাপচাঁদ ফটকের কাছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জওয়ানের। তাঁরা সবাই বিন্নাগুড়ির ইএমসি ইউনিটের সদস্য বলে জানা গিয়েছে।দালাপচাঁদ ফটকের কাছে রেনক-রংলি রাজ্য সড়কে গাড়িটি রাস্তা থেকে ছিটকে প্রায় ৭০০ থেকে ৮০০ ফিট নীচে খাদে পড়ে যায়। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পার্বত্য রাজ্য সিকিমে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে।