
সমবায়ের আন্তর্জাতিক বছর - ২০২৫" উদযাপনের অঙ্গ হিসেবে শুক্রবার ত্রিপুরা স্টেট কোপারেটিভ কনজ্যুমার ফেডারেশন লিমিটেড এলপিজি গোডাউন, টিএসসিসিএফ লিমিটেড দুর্জয় নগরে এক পের মা কি নাম কর্মসূচির অঙ্গ হিসেবে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় কোপারেটিভ ফেডারেশনের চেয়ারম্যান টুটন দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী টিংকু রায় চারা গাছ রোপন করে। মন্ত্রী টিংকু রায় রাজ্য বাসের উদ্দেশ্যে বলেন শুধু গাছ লাগালেই হবে না আমাদের সকলকে সংকল্প করতে হবে গাছ লাগানো এবং গাছ বাঁচানোর জন্য। পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।