ত্রিপুরা
img

পাচারকালে আটক সেগুন কাঠ

উত্তর ত্রিপুরার ধর্মনগরে বনদপ্তর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে পানিরসাগর রোড সংলগ্ন কৃষ্ণুপুর এলাকায় একটি সন্দেহভাজন  গাড়ি আটক করা হয়, যার ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ পাচারকৃত সেগুন কাঠ এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগর দিক  হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়।ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় ৩৫ ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক ৪০ হাজার টাকার কাছাকাছি। বনদপ্তর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে, কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বনদপ্তরের উপস্থিতি বুঝতে পেরে  পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। অভিযানের নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্ড দেববর্মা। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।