
দিল্লিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের পর তিনটি কালা কানুন বাতিল করতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছিল। কিন্তু তারপরেও কৃষকদের অন্য দাবি গুলির মধ্যে কৃষকদের উৎপাদিত ফসলে সহায়ক মূল্য প্রদান, ২০২৩ সালের আনা বিদ্যুৎ বিল বাতিল করা, অবিলম্বে স্মার্ট মিটার চালু বন্ধ করা ইত্যাদি দাবি গুলোর পাশাপাশি আরও ১১ দফা দাবিগুলো মানা হবে প্রতিশ্রুতি দেওয়া হলেও কেন্দ্রীয় সরকার সেই দাবিগুলি এখন মানছে না এবং প্রতিশ্রুতিও পূরণ করেনি । বরং কেন্দ্রীয় সরকার ২০২৪ সালে আবার কৃষক বিরোধী বিল এনেছে ।কৃষিকে মার্কেটিং করতে কেন্দ্রীয় সরকার যে পলিসি নিয়েছে এআইকেকেএমএস তা কোন ভাবেই স্বীকার করে না। তাই শ্রমিক এবং কৃষক স্বার্থ বিরোধী এই বিল বাতিল করার জন্য আন্দোলন জারি রেখেছে এআইকেকেএমএস। এই বিল বাতিল করার দাবিতেই এদিন বটতলাতে এই বিক্ষোভ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে জানালেন এআইকেকেএমএস নেতৃত্ব।