
বাংলাদেশে অশান্তিকর পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু তারপরেও ভারত - বাংলা তথা ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন বাংলাদেশী নাগরিকরা ত্রিপুরায় প্রবেশ করছে। এদের মধ্যে রয়েছে কিছু পাচারকারীও। এই পাচারকারীরা রাজধানী আগরতলা শহর সংলগ্ন সীমান্ত এলাকা দিয়ে প্রায়ই আগরতলা আসছে এবং আবার একই পথে তারা বাংলাদেশেও যাচ্ছে এবং একই পথে তারা পাচার বাণিজ্যও অবাধে চালিয়ে যাচ্ছে। একাংশ বিএসএফ জওয়ানদের অসাধুতার সুযোগ নিয়েই তারা অবাধে এপার ওপার যাতায়াত করছে, আর তার প্রমাণ পাওয়া গেল আবারো। সোমবার অরুন্ধতীনগর থানার অন্তর্গত গজারিয়া বর্ডার সংলগ্ন এলাকা থেকে আলিফ হোসেন নামে এক বাংলাদেশী যুবককে আটক করল অরুন্ধতী নগর থানার পুলিশ। ভারত তথা ত্রিপুরা থেকে বাংলাদেশে যাওয়ার সময় তাকে আটক করেছে পুলিশ তার বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী মামলা লিপিবদ্ধ করেছে পুলিশ। এডি নগর থানার ওসির দাবি, গোপন খবরের ভিত্তিতে তাকে ধরা হয়েছে। এক বছর ধরে এই যুবক ত্রিপুরায় অবস্থান করছিল। কেন সে ত্রিপুরায় অবস্থান করছিল সে বিষয়টি খোঁজখবর করা হচ্ছে। তাছাড়া বাংলাদেশ থেকে এদেশে মানব পাচারে যারা জড়িত রয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাদের খোঁজ খবরও নেওয়া হবে বলে জানালেন অরুন্ধতীনগর থানার ওসি।