ত্রিপুরা খবর
img

পাঁচ ভরি স্বর্ণালংকার সহ নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা চুরি।

 লিটন দেব নামে বহিঃরাজ্যের এক যুবক আমতলি থানাধীন ফুলতলী পঞ্চায়েতের মতিনগর এলাকায় মৃত জামশেদ মিয়ার ছেলে লিটন মিয়ার বাড়িতে পাকা বিল্ডিং এর কাজ করছিল। কিছুদিন পর শ্রমিক লিটন দেব থাকার জন্য একটি ঘর ভাড়া করে দেওয়ার জন্য লিটন মিয়াকে জানায়,অবশেষে লিটন মিয়া বহি রাজ্যের শ্রমিক লিটন দেবকে তার নিজের বাড়ির  মধ্যেই থাকার সুযোগ করে দেয়। যথারীতি লিটন দেব তার বাড়ির পাশেই একটি ঘরে থেকে  লিটন মিয়ার পাকা বিল্ডিং কাজ করছিল। গতকাল লিটন মিয়া এবং তার পরিবার তার শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ফিরে বাড়িতে এসে দেখে তার ঘরের আলমিরা সম্পূর্ণ ভাঙ্গা অবস্থায় রয়েছে। তিনি বলেন চোর পাঁচ ভরির অধিক স্বর্ণালংকার এবং  ১ লক্ষ ৭০ হাজার নগদ টাকা সহ একটি দামি মোবাইল নিয়ে বহিঃ রাজ্যের শ্রমিক লিটন দেব রাতেই চম্পট দেয়।  পরে আমতলী থানায় খবর দেওয়া হয়, ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে, এবং পলাতক বহিঃ রাজ্যের যুবক লিটন দেবের নামে একটি মামলা লিপিবদ্ধ করে, বাড়ি মালিক লিটন মিয়া অভিযুক্ত কে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানায়।