
২৪ ফেব্রুয়ারি সোমবার মোহনপুর পৌরসভার অধীন পি এম উত্তর দেবেন্দ্র নগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে সচেতনতা শিবির। উদ্বোধন করেন মোহনপুর পুরো পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসক সুভাষ দত্ত, স্কুল পরিদর্শক বন্ধন দেববর্মা, উত্তর দেবেন্দ্রনগর স্কুলের প্রধান শিক্ষক মিহির বিজয় ভৌমিক, মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস সহ মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস সহ অন্যান্যরা। মোহনপুর পুরো পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ বলেন শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ,দেশ গড়ার কারিগর, আগামী দিনে শিশুরাই দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে, কিন্তু প্রায়শই দেখা যায় শিশুরা অস্বস্তি বোধ করলেও পরিবারের কাছে কিছু বলতে চায় না গোপন রাখে, শিশুরা ডাক্তারের কাছেও যেতে চায় না, তাই আজ স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে যে মেগা শিবিরের আয়োজন করা হয় তার মূল উদ্দেশ্য হচ্ছে শিশুরা যাতে বিভিন্ন পরীক্ষার নিরীক্ষার মাধ্যমে তাদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে পারে। এ প্রসঙ্গে তিনি সবার সহযোগিতা ও কামনা করেন।