ত্রিপুরা খবর
img

পুষ্প বর্ষণ ও চন্দনের ফুটায় পরীক্ষার্থীদের বরণ করলো ABVP

সোমবার উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বিশালগড় মহাকুমার বনেদি স্কুল বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, কড়ুইমুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ও শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা।এই পরীক্ষা কেন্দ্রে বিশালগড় মহকুমার মোট সাতটি স্কুলের ৬০০ জন  ছাত্রছাত্রী পরীক্ষায় বসছে। সংবাদমাধ্যমে এমনটাই  জানান বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল দাস।পরীক্ষার্থীরা যাতে নির্ভীঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে তার সমস্ত প্রস্তুতি চূড়ান্ত।অন্যদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জেলা কর্মকর্তারা পরীক্ষার্থীদের পুষ্পবর্ষণ এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে পরীক্ষার হলে পাঠানোর ব্যবস্থা করেছেন। সব মিলিয়ে আনন্দ ও উৎসুকের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা দিতে পারে তার সমস্ত ব্যবস্থা করা হয়েছে বিশালগড় জোরে। পরীক্ষার্থীরা যথাসময়ে যেন তাদের সেন্টারে পৌঁছাতে পারে সেদিকে লক্ষ্য রেখে  বিধায়ক বিশালগড় মোটর স্ট্যান্ডে সমস্ত অটো গাড়ির ব্যবস্থা করেছেন।