ত্রিপুরা খবর
img

পুনরায় মুখ্যমন্ত্রীর নিকট অনুরোধ রাখলেন এস টি জি টি পাস করা বেকার যুবক-যুবতীরা।

বারে বারে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েও কোন উত্তর না পেয়ে সোমবার টি আর বিটি  অফিসে গেলেন এসটিজিটি পাশ করা বেকার যুবক যুবতীরা। টিআরবিটি অফিসে  গিয়েও কোন আধিকারিক পেলেন না পুনরায় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখলেন বেকার যুবক যুবতীরা। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে  এসটিজিটি পাস করা এক বেকার যুবক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন ১৮৮৭ টি এসটিজিটি পোস্ট বেরিয়েছে তার মধ্য থেকে ২০২২ সালে এসটিজি টি পাস করা বেকার যুবক-যুবতীদের যেন চাকরি দেওয়া হয় এই প্রত্যাশা রাখেন মুখ্যমন্ত্রীর নিকট বেকার এসটিজিটি পাস করা যুবক যুবতীরা।