
শনিবার মনুবাজার স্কুল চৌমুহনীস্থিত রামঠাকুর সেবাকেন্দ্রে কুড়ি তম বাৎসরিক উৎসব ও ৩৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু হয়েছে। শনিবার দুপুরে ঠাকুর প্রসঙ্গ নিয়ে আলোচনা সহ মহিলাদের মধ্যে নানান প্রতিযোগিতা যেমন শঙ্খধ্বনি , উলুধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । সন্ধ্যায় বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে গঙ্গা আবাহন করে মহানামযজ্ঞের সূচনা হয়।পাশাপাশি এদিন এলাকার বিধায়ক মাইলাফ্রু মগের উপস্থিতিতে প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা সহ বস্ত্র বিতরণ করা হয়।বিধায়ক সহ অনান্যরা পুরস্কার তুলে দেন।আগামী সোমবার ভক্ত দের মধ্যে অন্নভোগ বিতরণ হবে এবং বুধবার হবে মহাপ্রসাদ বিতরণ।উৎসবে সকলের উপস্থিতি কামনা করেছেন উৎসব কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী ।