ত্রিপুরা খবর
img

শহীদ কানু মুরমু এর শহীদ দিবস পালন

২৩ শে ফেব্রুয়ারি ত্রিপুরা জনস্বার্থ অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে রাজ্য মিউজিয়ামের সামনে সাঁওতাল বিদ্রোহের নেতা শহীদ কানু মুরমু এর ১৭০ তম শহীদ দিবস পালন করা হয়। সারা ভারতের অধিকার সুরক্ষা কমিটি সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষে তাদের যেখানে  যেখানে সংগঠন আছে  সেখানে এই দিবসটি যাতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় তার জন্য তারা রবিবার আগরতলা মিউজিয়ামের সামনে শহীদ দিবস টি পালন করেছেন । ভারতের জনস্বার্থ অধিকার সুরক্ষা কমিটির ত্রিপুরা শাখার আহ্বায়ক মলিন দেববর্মা বলেন ব্রিটিশ এবং জমিদারদের কাছে সাঁওতালবাসী এবং গ্রামের সাধারণ উপজাতি বংশের লোকেরা যেভাবে অত্যাচারিত হতো তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই সাঁওতাল বিদ্রোহী সিধু মুর্মু এবং কানু মুর্মু দুই ভাই ।তার ওই প্রতিবাদ করার জন্য এই কানু মুর্মু কে ১৮৫৬ সালের ২৩ শে ফেব্রুয়ারি প্রকাশ্যে জনসমক্ষে এলাকার জনসাধারণের সামনে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে । তারই প্রতিবাদীতে রবিবার আগরতলা তে শহীদ দিবস পালন করছে  ত্রিপুরা জনস্বার্থ অধিকার সুরক্ষা কমিটি।