ত্রিপুরা খবর
img

শিব জয়ন্তী উপলক্ষে শান্তি শুভ যাত্রা।

আগামী ২৬ শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে শিবচতুর্দশী উৎসব, তার ই অঙ্গ হিসাবে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় অনুষ্ঠিত হবে শিব চতুর্দশী মেলা ও অগণিত ভক্তবৃন্দের সমাগম এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শিব চতুর্দশীকে সামনে রেখে আগরতলা আড়ালিয়াস্হিত প্রজাপিতা ব্রহ্মাকুমারিয়া ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিব জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য শান্তির শোভাযাত্রা । আগরতলা আড়ালিয়া প্রজাপিতা ব্রহ্মাকুমারিয়া ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় এই শান্তির শোভাযাত্রা, এই শান্তি শোভাযাত্রার সূচনা করেন আগরতলা পৌর পরিষদের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, শান্তি শোভাযাত্রাটি শেষ হয় এসে আস্তাবলের ময়দানে, এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজাপিতা ব্রহ্ম কুমারিয়া ঈশ্বরি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বরা।