ত্রিপুরা খবর
img

বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই।

শনিবার রাতে সোনামুড়া মহাকুমার দক্ষিণ তৈবান্দালের উপজাতীয় অধ্যুষিত এলাকা ধনমুড়াতে ঘটে গেল এক লোমহর্ষক ঘটনা। বক্সের সাউন্ডের ভলিউম বাড়ানোকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হলো ছোট ভাই।
  ভাইয়ের হাতে খুন হলো ছোট ভাই। ঘটনার বিবরণে জানা যায় একই মায়ের সন্তান। বিজয় দেববর্মা, অমিতা বচ্চন দেববর্মা। দুজনে আপন ভাই। এর মধ্যে বিজয় দেববর্মা বড় ভাই আর অমিতাভ বচ্চন হলো ছোট ভাই। গতকাল রাতে বড় ভাই বিজয় দেববর্মা তার ঘরের বক্সে গান লাগিয়ে আনন্দ ফুর্তি করছেন, কিন্তু ভলিওমের সাউন্ড এতটা বেশি ছিল, যার ফলে ছোট ভাই অমিতাভ বচ্চন দেববর্মা তার বড় ভাই বিজয়  দেববর্মাকে বলে বক্সের ভলিয়ম সাউন্ড কমিয়ে নেওয়ার জন্য। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয়ে যায় ঝগড়া, শেষ পর্যন্ত হাতাহাতি। এরপর বড় ভাই বিজয় দেববর্মা ঘর থেকে ধারালো অস্ত্র এনে ছোট ভাই অমিতা বচ্চন দেববর্মার শরীরে এলোমেলোভাবে আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলে ছোট ভাই অমিতাভ বচ্চন দেববর্মা মৃত্যুবরণ করেন। অমিতা বচ্চন দেববর্মার স্ত্রী তার স্বামীকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। বর্তমানে তিনি জীবিতে চিকিৎসাধীন। অন্যদিকে অমিতাভ বচ্চন দেববর্মার মৃতদেহ মেলাঘর হাসপাতালের মর্গে  রাখা হয়েছে ।জানা গেছে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে বড় ভাই বিজয় দেববর্মা ঘটনার পর পালিয়ে যান। অন্যদিকে এলাকা সূত্রে জানা গেছে, যদিও পরিবারের লোক মূল ঘটনা লুকিয়ে রেখেছেন।জানা গেছে গত কয়েকদিন আগে দুই ভাইয়ে নতুন করে গাজা রোপণ করে বিক্রি করার দায়িত্ব দেন বড় ভাইয়ের হাতে। সেখানে বড় ভাই বিজয় দেববর্মা গাজা বেশি দামে বিক্রি করে ছোট ভাইয়ের কাছে সে কথা লুকিয়ে রেখেছে। এই নিয়ে প্রতিদিন দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক হত। ঘটনা মূল রহস্য এটাই। কারণ সাধারণ বক্সের সাউন্ডের ভলিউম কে কেন্দ্র করে এত বড় খুন হওয়া সেটা মানতে পারছে না শুভবুদ্ধি সম্পন্ন এলাকার মানুষ।