ত্রিপুরা খবর
img

উমাকান্ত মাঠ পরিদর্শন করলেন পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন

অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত হবে আগরতলা আর তাকে কেন্দ্র করে শুক্রবার আগরতলা উমাকান্ত মাঠ পরিদর্শন করলেন পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরা ।
রাজ্যে প্রথমবারের মতো জাতীয় পুলিশ ফুটবলের আসর বসতে চলেছে।  এই টুর্নামেন্ট কে ঘিরে প্রস্তুতি চলছে শেষ পর্যায়ে। শুক্রবার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন ত্রিপুরা পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন। প্রস্তুতি চূড়ান্ত পাশাপাশি রাজ্য দল ভালোভাবে অনুশীলন করছে এবং রাজ্য দল ভালো ফলাফল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।৭৩তম বি এন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ পুরুষ ও মহিলা বিভাগের আগামী ২৪শে ফেব্রুয়ারী ত্রিপুরায় শুরু হতে চলেছে, ১২ দিন ব্যাপী এই টুর্নামেন্ট ৭ই মার্চ শেষ হবে।বিএসএফ, সিআরপিএফ, আরপিএফ এবং সিআইএসএফ-এর কন্টিনজেন্ট সহ মোট ৪৩টি দল এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। এর মধ্যে ৩৪টি দল পুরুষ বিভাগে প্রতিযোগিতা করবে, আর ৯টি দল মহিলা বিভাগে প্রতিযোগিতা করবে। ২১শে ফেব্রুয়ারি থেকে দলগুলি রাজ্যে আসতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলি রাজ্যের পাঁচটি স্থানে অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে উমাকান্ত স্টেডিয়াম, মোহনপুরের তুলাবাগান স্টেডিয়াম, জিরানিয়ার শচীন্দ্র কলোনি গ্রাউন্ড, জাম্পুইজালা গ্রাউন্ড এবং উদয়পুরের চন্দ্রপুর গ্রাউন্ড।