ত্রিপুরা খবর
img

মাতৃভাষার প্রতি প্রত্যেকের শ্রদ্ধা থাকা উচিত : রতন

মাতৃভাষার মাধ্যমে প্রত্যেকের শ্রদ্ধা রাখা উচিত। মাতৃভাষাই আমাদের জাতির ধারক ও বাহক। মাতৃভাষাকে বাদ দিয়ে বাঙালি বাঙালী হয়ে উঠতে পারত না একুশ ফেব্রুয়ারি আগরতলা টাউন হলে সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনভাবে নিজের অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী রতন লাল নাথ।

শুক্রবার আগরতলা টাউন হলে রাজ্য স্তরীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত হল এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন মন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অরুণোদয় সাহা, সুব্রত চক্রবর্তী, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন মাতৃভাষা মানে নিজস্ব সংস্কৃতি। মাতৃভাষাকে বাদ দিয়ে কোন জাতি গোষ্ঠীর সংস্কৃতির বিকাশ ঘটতে পারে না। তাই মাতৃভাষার প্রতি প্রত্যেকের শ্রদ্ধা রাখা উচিত। মাতৃভাষাকে শ্রদ্ধা জানিয়ে তাই আমরা ভারতকে ভারত মাতা হিসেবে সম্বোধন করি। মাতৃভাষার সেবায় ও সম্মানে আমাদের নিবেদিত প্রাণ হতে হবে। যারা সৃষ্টি করেন বিশেষ করে সাহিত্যিক, তাদের বেশিরভাগ সৃষ্টি মাতৃভাষায়। আন্তর্জাতিক স্তরে  ইংরেজি ভাষা স্বীকৃত ভাষা। কিন্তু নিজস্ব মাতৃভাষা বাদ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভাবাই যায় না। মাতৃভাষায় সাহিত্য সৃষ্টি করে তিনি বিশ্বকবি হয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অর্থই হলো নিজের ভাষাকে সমৃদ্ধ করা এবং অন্যের ভাষাকে সমৃদ্ধ হতে সাহায্য ও সহযোগিতা করা। এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করতে সবথেকে  বেশি  যাদের অবদান, তারা হলেন বাঙালি। বাংলাদেশের ভাষা আন্দোলনের কারণেই এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। পৃথিবীর মধ্যে একমাত্র দেশ হলো বাংলাদেশ, যে দেশ ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা পেয়েছে। আর তাকে সম্মান জানাতেই গোটা বিশ্বে আজ এই দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করা হয়।
এদিন রতন লাল নাথ আরো বলেন, যুগ যুগ ধরে বিভিন্ন ধ্বনির মাধ্যমে সৃষ্টি হয়েছে ভাষা। আর এই ভাষা সব সময় প্রবাহমান। তাই ভাষা সবসময় পরিবর্তনশীল। এক্ষেত্রে ভাষাবিদরা বলেছেন নিজের মনের ভাব প্রকাশ করার জন্য যে সমস্ত ধনীর মাধ্যমে স্বতন্ত্র শব্দ সৃষ্টি করে মনের ভাব আদান-প্রদান করা হয় সেটাই হলো ভাষা। এক্ষেত্রে একটা জাতি কতটুকু উন্নত হয়েছে তার সূচক হচ্ছে ভাষা। ভাষা সভ্যতা মানেরও সূচক। ভাষা একটি জাতির পরিচয়। মার মুখ থেকেই আমরা মাতৃভাষার সাথে পরিচিত হই। তাই মা, মাতৃভূমি এবং মাতৃভাষা এটাই আমাদের সব থেকে বড় পরিচয়।