ত্রিপুরা খবর
img

খোয়াই প্রেসক্লাবের উদ্যোগে উদযাপিত হলো মাতৃভাষা দিবস।

মাতৃভাষা মানে মায়ের ভাষা, শৈশব থেকেই শিশুরা মায়ের সান্নিধ্যেই বড় হয়ে ওঠে, ফলে ভাষা শিখার সময় শিশু মায়ের মুখের ভাষাকেই অনুকরণ করে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন "মাতৃভাষা মাতৃদুগ্ধ সম",২১শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে, এই দিনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আমাদের পাশের দেশ বাংলাদেশের স্বপ্ন, আর তারই সাথে তাল মিলিয়ে খোয়াই সুভাষ পার্ক কৃষ্ণমন্দির প্রাঙ্গণে খোয়াই প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় মাতৃভাষা দিবস, শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মাল্যদান করা হয়, উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক শুভঙ্কর দে,সভাপতি অতনু দত্ত, সহ-সম্পাদক প্রসেনজিৎ দেব থেকে শুরু করে সাংবাদিক,প্রাক্তন সাংবাদিক এবং সমাজের বিশিষ্ট জনেরা।