
Feb 20, 2025
চলতি মাসের দশ তারিখ আমবাসা বেত বাগান নাঁকা পয়েন্টে একটি ১৬ চাকার লরিতে ৩০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ বহ্নিরাজ্যের সিবাজুল হোসেন এবং সাইরুল ইসলাম নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ ধৃত দুইজন কে পুলিশ রিমান্ড এনে জোর জিজ্ঞাসাবাদ চালায় চাপে পরে আরো বেশ কয়েকজনের নাম জানতে পারে। এরমধ্যে পুলিশ আনসার উদ্দিন লস্কর নামে এক ব্যক্তি কে গ্রেফতার করে নিয়ে আসে তার বাড়ি আসামের কালাইন এলাকায়। ধৃত আনসার উদ্দিন লস্কর কে পাঁচ দিনের রিমান্ড শেষে আজ আদালতে সোপর্দ করা হয়। জানা যায় এই মামলায় আরো বেশ কয়েকজন কে জালে তুলবে পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানান মামলার তদন্তকারী অফিসার প্রকৃত জমাতিয়া।