ত্রিপুরা খবর
img

জাতীয় কংগ্রেস দলের ,রাজ্য সেবা দলের ,রাজ্য কনভেনশন!

উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় কংগ্রেস দলের রাজ্য সেবা দলের রাজ্য কনভেনশন। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদান এবং একটি সুসজ্জিত রেলি সংঘটিত করে এ কনভেনশন শুরু হয়। উপস্থিত ছিল জাতীয় কংগ্রেসের সেবা দলের সর্বভারতীয় সভাপতি ,জাতীয় কংগ্রেসের ত্রিপুরা রাজ্য সভাপতি আশীষ সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, জাতীয় কংগ্রেসের সেবা দলের প্রদেশ সভাপতি নিত্য গোপাল রুদ্রপাল, উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পালসহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। প্রদেশ কংগ্রেসের বিভিন্ন বিভাগ শাখা সংগঠন সমস্ত সংগঠন রাজ্যব্যাপী কনভেনশন  করে।তারা এই কনভেনশন বিভিন্ন জেলায় জেলায় সংগঠিত করে চলেছেন । শাখা সংগঠনের এটা হল তাদের সমাপ্তি কনভেনশন । এটা হবে সেবা দলের নেতৃত্বে । সারা রাজ্যের সমস্ত সেবা দলের কর্মীবৃন্দদের এ কনভেনশনের মাধ্যমে সেভ কনস্টিটিউশন, সেভ ডেমোক্রেসি এই স্লোগান কে সামনে রেখে সংবিধানকে মান্যতা দিতে সংবিধানের বিলুপ্তির ষড়যন্ত্র রুখতে এবং সাংবিধানিক অধিকার ,গণতান্ত্রিক অধিকার কে প্রতিষ্ঠিত করার জন্য এ লড়াই।সারা দেশব্যাপী  লড়াই এ রাহুল গান্ধীজি ,মল্লিকার্জুন গার্গী ,সোনিয়া গান্ধী ,প্রিয়াঙ্কা গান্ধী তাদের নেতৃত্বে তারা তাদের রাজ্য এ লড়াই শুরু করেছেন। লড়াই কে শক্তিশালী করার জন্য সর্বভারতীয় সেবা দলের  যিনি সভাপতি লাল জি ভাই দেশাই  আজকের এই কনভেনশনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন । গতকালকেও উদয়পুর এ  তারা তাদের যে কনভেনশন রাজর্ষি হলে করেছে ,তা  প্রচার করার জন্য তাদের যে পতাকা লাগানো হয়েছিল সেগুলি নষ্ট করে দিয়ে এ রাজ্যে যে অগণতান্ত্রিক পরিবেশ যারা কায়েম করে রেখেছে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই লড়ার জন্য সেবা দল মাঠে নেমেছে । আগামী দিনে  এই সংগঠন রাজ্যের আরো সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চেয়ে বলেন আরএসএসের ষড়যন্ত্র , বিজেপির ষড়যন্ত্র রুখতে কংগ্রেস ওই একমাত্র বিকল্প।