ত্রিপুরা খবর
img

চরিলাম আর ডি ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হয় চৌপল।

রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়নে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে চৌপল। বিভিন্ন সমবায় সমিতি থেকে শুরু করে হস্ত তাঁত শিল্প, হস্তকারু শিল্প, বিভিন্ন ধরনের কুটির শিল্পের উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে চলেছে। চরিলাম আর ডি ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হয় চৌপল, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক, সমাজসেবী অমল দেবনাথ, মাতঙ্গিনী মহিলা হস্তকার এম ডি পরেশ চন্দ্র নম:, হস্তশিল্পের এসিস্টেন্ট ডিরেক্টর পম্পা কর্মকার, চেয়ারপারসন খেলা ভৌমিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন মহিলাদের জন্য আর্থিক উন্নয়নে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার, তিনি মহিলাদের উৎসাহ প্রদান করেন এবং বলেন আগামী দিনে এই শিল্পের গুণগতমান বজায় রাখার জন্য মহিলাদের আর্থিক অনুদানের পাশাপাশি কাজ করার ক্ষেত্রে সুবিধার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও বিতরণ করা হবে। আগামী দিনে শিল্পীরা যাতে নিজের পণ্য নিজে বিক্রি করতে পারে সে বিষয় নিয়ে পূর্বাশার চেয়ারম্যান তথা নলছড়ের বিধায়ক কিশোর বর্মনের কাছেও আবেদন রাখা হবে।