ত্রিপুরা খবর
img

সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান

মেলা ঘরের  স্বামী বিবেকানন্দ সামাজিক সংস্থা এবং  কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এর যৌথ উদ্যোগ নবগঠিত মন্ডল সভাপতি ও জেলা সভাপতি কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বুধবার রাত মেলাঘর হাসপাতাল সংলগ্ন স্বামী বিবেকানন্দ সামাজিক সংস্থার হল গড়ে হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে মন্ডল সভাপতি শুভজিৎ দাস এবং জেলা সভাপতি উত্তম দাস কে পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সোনামুড়া মন্ডল সভাপতি শুভজিৎ দাস বলেন,আমরা সংবর্ধনা পেয়েছি, আমরা খুশি হয়েছি, আগামী দিনে আমরা সবাই এক হয়ে চলতে হবে, আর না হলে একটি ত্রিপুরা  শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না, সেখানে আমাদের থেকে আপনাদের দায়িত্ব বেশি, আপনারা যদি সামাজিক দায়িত্ব পালন করেন, তাহলে আগামী দিনে কাজ করার ক্ষেত্রে আমাদের সহজ হবে। ঐদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এর বিশিষ্ট ব্যক্তিবর্গ সমূহ। এ ছাড়া আর উপস্থিত ছিলেন মেলাঘর পৌরসভার চেয়ারম্যান অনামিকা ঘোষ পাল।এই অনুষ্ঠানটির পুরো নেতৃত্ব দিয়েছেন বিবেকানন্দ সামাজিক সংস্থার সভাপতি দুলাল সূত্রধর।