ত্রিপুরা খবর
img

দিল্লিতে রেলমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রীর সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী

বুধবার নয়া দিল্লিতে রাজ্যের রেল ও শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে। সেখানে দুই মন্ত্রীর সাথে তিনি রাজ্যের রেলের পরিষেবা বাড়ানো এবং রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুল গুলোর উন্নয়ন প্রকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। দুই কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকেই তিনি রেল এবং শিক্ষা পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকার থেকে সহায়তা করা হবে বলে আশ্বাস পেয়েছেন।বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন বিদ্যাজ্যোতি স্কুলগুলির উন্নয়ন, মহিলা কলেজকে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয়েছে।এদিন সাক্ষাৎ শেষে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, বিদ্যাজ্যোতি স্কুলগুলির উন্নয়ন, মহিলা কলেজকে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ এবং মন্ত্রকের কাছে মুলতুবি থাকা অন্যান্য বিষয়গুলি নিয়েও আলোচনা করেছেন তিনি। অপরদিকে রেল ভবনে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই বৈঠকে,তিনি রাজ্যের রেলের পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এক্ষেত্রে বন্দেভারত ট্রেন চালানো,   আগরতলা-গুয়াহাটি রুটে রেল পরিষেবা প্রদান, ধর্মনগর-সাব্রুমে লোকাল ট্রেন, চালু করা জিরানিয়া-বোধজংনগর শিল্প তালুক পর্যন্ত রেলপথ সম্প্রসারণ এবং ধর্মনগর থেকে কৈলাসহর পর্যন্ত রেলের নতুন ট্র্যাক স্থাপন ইত্যাদি বিষয়গুলি আলোচনায় প্রাধান্য পেয়েছে। আগরতলা-গুয়াহাটি, রাজ্যে রেলওয়ের পরিকাঠামোগত উন্নয়ন এবং আইটি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা