
সড়ক দুর্ঘটনা রোধ করার উদ্দেশ্যে ইন্টার সেপ্টার গাড়ি নিয়ে উত্তর ত্রিপুরা জেলার জ্বলাবাসায় অভিযান চালালো ট্রাফিক দপ্তরের ডিএসপি সহ অন্যান্য আধিকারিকগণ।
উত্তর ত্রিপুরা জেলায় প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যান চালকদের দ্রুতগতিতে যান চালানো, আবারও দেখা যাচ্ছে দুর্ঘটনায় ঘটলে ক্ষতিগ্রস্ত হচ্ছে হেলমেট বিহীন যান চালকগণ। পাশাপাশি দেখা যায় দ্রুতগতিতে ছোট গাড়ি চলাচল করার ফলে দুর্ঘটনায় পড়ছে পথ চলতি জনগণ। উত্তর ত্রিপুরা জেলায় সে ধরনের দুর্ঘটনা রোধ করার ক্ষেত্রে একটি ইন্টার সেপ্টার গাড়ি এসেছে যেখানে রয়েছে স্পিড র্যাডার গান। সেই গাড়ির বিশেষত্ব হলো, যে কোন ধরনের যানবাহন দ্রুতগতিতে থাকলে তা স্পিড র্যাডার গানে ধরা পড়বে। গাড়ির নম্বর দেখে সাথে সাথে বলা যাবে তার কাগজপত্র ঠিক আছে কিনা। তাছাড়াও রয়েছে যদি কোন চালক নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি বা বাইক চালান তাও পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে সেখানে। সেই গাড়ি নিয়ে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার জ্বলাবাসা এলাকায় অভিযান চালায় জেলা ট্রাফিক দপ্তর। উপস্থিত ছিলেন ট্রাফিক দপ্তরে ডিএসপি দীপ্তনু বিশ্বাস। দেখা গেছে সেই অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনকারী অনেক গাড়ি আটক করা হয় দ্রুত গতিতে চালানোর জন্য। পাশাপাশি নম্বর বিহীন এবং হেলমেট বিহীন যানচালকদের আটক করা হয়। ট্রাফিক আইন অনুসারে কারো ক্ষেত্রে আর্থিক জরিমানা করা হয় এবং কারোর বিরুদ্ধে মামলা নেওয়া হয়। একান্ত সাক্ষাৎকারে ডি এস পি দীপ্তনু বিশ্বাস এই অভিযান সম্পর্কে কি বললেন শুনে নেওয়া যাক।