
Feb 19, 2025
আগরতলা শহরকে যানজট আগরতলা মুক্ত রাখতে দফায় দফায় পূর্ব থানা এবং পশ্চিম থানার পুলিশি অভিযান জারি রয়েছে, হাপানিয়া থেকে শুরু করে বটতলা পর্যন্ত প্রতিদিনই কোন না কোন যান সন্ত্রাস লেগেই রয়েছে। যার ফলে জনজীবন নাজেহাল, তেমনি প্রতিদিনকার মতো বুধবার আগরতলা পুরো নিগম এবং ট্রাফিক দপ্তরের যৌথ উদ্যোগে এক অভিযান চালানো হয়, কামান চৌমুহনী থেকে মহারাজগঞ্জ বাজারের রাস্তার দুপাশে এই অভিযান চালানো হয়, এই অভিযানে নেতৃত্ব দেন পশ্চিম জেলার ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস।