
সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা ক্ষেত মঞ্জুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে জনগণের স্বার্থ সম্বলিত নয় দফা দাবিকে সামনে রেখে ডুকলি ব্লকের কৃষি দপ্তরের আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়।ডেপুটেশন প্রদানকালে চন্দন দত্ত এবং মাখন সেনের সভাপতিত্বে ডুকলি ব্লকের কৃষি দপ্তরের অফিসের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য নারায়ন দেব, সংগঠনের ডুকলি মহাকুমা কমিটির সম্পাদক রাজকুমার চৌধুরী, ত্রিপুরা ক্ষেত মজদুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির সম্পাদক পঙ্কজ ঘোষ, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্ন দত্ত, কৃষক আন্দোলনের নেতা কামাল মিয়া ও এ সভায় আলোচনা করেন। আলোচনা কালে নেতৃবৃন্দ বলেন রাজ্য কিছুদিন পূর্বে অতি বন্যার ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে যদি রাজ্য সরকার না থাকে তাহলে কৃষকরা ভীষণ সমস্যায় পড়বে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি নিরূপণ করতে হবে ,ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য মৌসুমী বীজ ধান এবং সবজি চাষের জন্য আর্থিক সাহায্য করতে হবে, বীজ প্রয়োজনীয় সার, কীটনাশক সহ কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে দিতে হবে, কৃষকদের বিনামূল্যে জলের ব্যবস্থা করতে হবে, সমস্ত কৃষকদের কে কৃষক সম্মাননিধি ভাতা দিতে হবে, ডুকলি মহকুমা এলাকায় সমস্ত এলআই স্কিম এবং ডিটি ডাবলু স্কিম গুলিকে সেচের উপযুক্ত করে চালু রাখতে হবে, রেগার কাজ প্রতিবছর ২০০ দিন এবং তৎসঙ্গে ৬০০ টাকা মজুরি দিতে হবে, বন্যায় যে সকল কৃষকদের জলাশয়ের ক্ষতি হয়েছে সেই মৎস্য চাষীদের আর্থিক সাহায্য দিতে হবে, ৬০ উর্ধ্ব কৃষক ও কৃষি শ্রমিকদের ভাতা দিতে হবে, ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন সারা ভারত কৃষক সভা ঢুকলি মহকুমা কমিটির সম্পাদক রাজকুমার চৌধুরী, ত্রিপুরা ক্ষেত মজদুর ইউনিয়নের ডুকলি মহাকুমা কমিটির সম্পাদক পঙ্কজ ঘোষ, অজয় দে, শ্রীনিবাস বণিক, পিনাক পানি সেন। ডেপুটেশান প্রদান কালে দপ্তরের আধিকারিক প্রতিনিধিদের যথাযথ ভূমিকা গ্রহণের আশ্বাস প্রদান করেন।