ত্রিপুরা খবর
img

মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিভা অন্বেষণের সূচনায় মন্ত্রী রতন লাল নাথ

মঙ্গলবার বামুটিয়া বিধানসভার অন্তর্গত কামালঘাট স্থিত পি এম শ্রী কামালঘাট দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে ত্রিপুরা রাজ্য সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ও ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যৌথ উদ্যোগে মোহনপুর পঞ্চায়েত সমিতির সহায়তায় মোহনপুর মহকুমা ভিত্তিক ক্রীড়া অন্বেষণ কর্মসূচির সূচনা হয় রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন রতন লাল নাথের হাত ধরে।এই সময় মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ,মোহনপুর পঞ্চায়েত রাকেশ দেব, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ,যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং,যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের(ইয়ুথ পোগ্রাম অফিসার)মোহনপুর মহকুমা জ্যোতি দাস সহ বিভিন্ন ব্লক থেকে আগত খেলোয়াড়রা।এই সময় মোহনপুর মহকুমার বামুটিয়া , হেজামারা, লেফুঙ্গা মোহনপুর ব্লক ও মোহনপুর পুর পরিষদ এলাকার খেলোয়াড়রা অংশগ্রহণ করেন,অ্যাথলেটিকস ও ফুটবল অনূর্ধ্ব ১০ বালক বালিকা,খো খো ও কাবাডি অনূর্ধ্ব ১৪ বালক বালিকা বিভাগে এই অন্বেষণে যারা উঠে আসবেন তারা পরবর্তী সময় জেলা স্তর,রাজ্য স্তর ,জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরে অংশ গ্রহণ করবেন।কর্মসূচির উদ্বোধক মন্ত্রী রতন লাল নাথ উনার বক্তব্যে বলেন একজন শিশুর বিকাশে মা-বাবা,শিক্ষক-শিক্ষিকা,সমাজ এই ৩ টি জিনিস প্রয়োজন পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যাক্ত করেন উনার বক্তব্যে এবং খেলোয়ারদের বিভিন্ন বিষয় এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন।