
সাংসদ বিপ্লব দেবের পৌরহিত্যৈ পশ্চিম জেলা সমন্বয় ও মনিটরিং কমিটি বা দিশার পশ্চিম জেলা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয় চলতি মাসের ১৮ তারিখে রাজ্য অতিথিশালায়। সা়়সদ বিপ্লব দেব ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার সহকারী সভাধিপতি বিশ্বজিৎ শীল ,মেয়র দীপক মজুমদার , পশ্চিম ত্রিপুরা জেলার বিধায়ক মিনারানী সরকার এবং অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে সংসদ বিপ্লব দেব সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানালেন দিশা বাস্তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সকল সেন্ট্রাল স্কিম রাজ্যে চালু করেছেন সেগুলি ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করে। প্রতি তিন মাসে একবার মিটিং করা হয় ।47 থেকে 48 টি কেন্দ্রীয় স্কিম রয়েছে সেগুলির কাজ এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে নির্দেশিকা দান করা এবং কিভাবে সময়ের মধ্যে এগুলি শেষ করা যায় সে ব্যাপারে আলাপ-আলোচনা করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ফ্লাগশিপ স্কিমগুলি রূপায়ণের পর কাঙ্খিত ফল জনগণের মধ্যে পৌঁছে দেবার জন্য কাজ করার ব্যাপারেও আলাপ আলোচনা হয় ।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংসদ বিপ্লব দেব জানান বিরোধীপক্ষের যারা রয়েছে তাদেরকে ডাকলেও তারা এই সভায় অংশগ্রহণ করেন না। তারা অন্য প্রজাতির এবং রাজ্য রাজনীতি থেকে বিলুপ্তপ্রায়। কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করে দু একটি সিট নিয়ে কোনক্রমে তারা টিকে আছেন এবং আগামী দিনগুলিতে সেটাও থাকবে না বলে তিনি তার বক্তব্যে জানান।