ত্রিপুরা খবর
img

বামুটিয়ায় শক্তি কেন্দ্র ইনচার্জের বাড়িতে বোমাবাজি

নিজস্ব প্রতিনিধি:- মণ্ডল সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে দল থেকে বহিষ্কৃত  প্রাক্তন মণ্ডল সভাপতি কাজল দে'র নেতৃত্বে স্বদলিয় শক্তি কেন্দ্রের ইনচার্জের বাড়িতে বোমাবাজির ঘটনা নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে বামুটিয়া মণ্ডলের দক্ষিণ রামনগর জয় সংঘ ক্লাব সংলগ্ন এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট থানায় হয়েছে মামলা।তদন্তে নেমেছে এয়ারপোর্ট থানার পুলিশ।এই বিষয়ে বামুটিয়া ১০ নং শক্তি কেন্দ্রের ইনচার্জ উৎপল দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গত শনিবার বামুটিয়া বিধানসভার মণ্ডল সভাপতি পরিবর্তন হয়,নতুন মণ্ডল সভাপতি নিযুক্ত হয়েছেন শিবেন্দ্র দাস। তিনি মণ্ডল সভাপতি নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাক্তন মণ্ডল সভাপতি কাজল দে ও তার সাঙ্গ পাঙ্গরা জয় সংঘ ক্লাব দখল করে এবং গত রাতে ১০ নং শক্তি কেন্দ্র ইনচার্জ উৎপল দাসের বাড়িতে বোমা নিক্ষেপ করে। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান উৎপল দাস।বামুটিয়ায় ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির হাত ছাড়া হওয়ার অন্যতম নায়ক কাজল দে। তার জন্যই বামুটিয়া তে সন্ত্রাস কায়েম হয়েছে বলে অভিযোগ। তার গোষ্ঠীকোন্দলে বিজেপি দলে বিভাজন সৃষ্টি হয়েছে। আর তার জন্যই তাকে মন্ডল সভাপতির পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ক্ষমতার  আস্ফালনে স্থানীয় ক্লাব নিজের দখলে রাখতে চেয়েছিল কাজল বাবু। কিন্তু বেশিরভাগ ক্লাব সদস্যরাই তা চাইছেন না। তাই তিনি জবরদস্তি ক্লাব দখল করতে গিয়ে শক্তি কেন্দ্রের ইনচার্জের বাড়িতে বোমাবাজি করেছেন বলে অভিযোগ ইনচার্জ উৎপল দাসের। এক্ষেত্রে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন উৎপল দাস।