ত্রিপুরা খবর
img

আই পি এফ টির সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি:- আগামী পয়লা জানুয়ারি আই পি এফ টি দলের প্রতিষ্ঠাতা তথা ত্রিপুরার প্রাক্তন রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করতে কেন্দ্রীয় কমিটি সমস্ত ডিভিশন কমিটিকে নির্দেশ দিয়েছে।  কেন্দ্রীয় কমিটির সদস্যগণ খোয়াই তেলিয়ামুড়া মহারানীপুরস্হিত   এন সি দেববর্মার  সমাধিস্থলে গিয়ে মাল্যদানসহ  শোক সভায় মিলিত হবেন ওইদিন । আগরতলা কৃষ্ণনগরস্হিত সুপারি বাগানে আই পি এফ টি দলের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলন  করে এই দাবি জানানো হয় মঙ্গলবার।  আইপিএফটি দলের ভাইস প্রেসিডেন্ট প্রদীপ দেববর্মা বলেন এডিসি এলাকার বসবাসকারী সকল জনগণের দাবি কেন্দ্রীয় সরকারের নেতৃবৃন্দ এবং অফিসিয়াল ১০০ ভাগ সহমত পোষণ করেন এবং  তার জন্য আইপিএফটি এবং  বিজেপি রাজনৈতিক জোট সরকারকে  অভিনন্দন জানিয়েছেন । তিনি আরও বলেন ২০২৬ সালের আগে ভারতের পার্লামেন্টে ১২৫ তম সংবিধান সংশোধনী বিল ২০১৯ পাস করে টিডিসি কে অনুমোদন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটির ভাইস প্রেসিডেন্ট প্রদীপ দেববর্মা, জিএস স্বপন দেববর্মা, এসিস্ট্যান্ট জিএস বুদ্ধ দেববর্মা এবং জি এস মাইনয়া সিং জমাতিয়া।