ত্রিপুরা খবর
img

যারা গরিব মানুষদের কথা চিন্তা করে না তারা ভেসে যাবে : বিপ্লব

নিজস্ব প্রতিনিধি:- সোমবার মজদুর মনিটরিং সেল অনুমোদিত ভ্রাম্যমান কৃএিম গো– প্রজনন কর্মী এসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় বটতলা এলাকায়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এই রক্তদান শিবিরে আলোচনাকালে বিপ্লব কুমার দেব বলেন, গরিব খেটে খাওয়া মানুষদের কাছ থেকে রক্ত দান করার মতো উদার মানসিকতা ধার নিতে হবে উচ্চবিত্ত মানুষজনদের। এই রাজ্যের মানুষের রক্তদান করার মত মহান মানসিকতা রয়েছে। এই মানসিকতা অন্যান্য রাজ্যে দেখা যায় না। এর জন্য রাজ্যের মানুষ ধন্যবাদ পাবার যোগ্য বলে তিনি জানান। পাশাপাশি তিনি এদিন আরো বলেন, রাজ্যে উন্নয়নের গতি এনেছে বিজেপি সরকার। দীর্ঘ ৩৫ বছর কমিউনিস্টরা শাসন করেছে এই রাজ্য। পাঁচ বছর রাজ্যে কংগ্রেসের শাসন চলেছিল। কিন্তু পরিবার তন্ত্রের সুবিধার জন্য রাজ্যকে পাঁচ বছর পরে কংগ্রেস নেতৃত্ব আবারো তুলে দেয় আবার সিপিএমের হাতে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে ধনী গরিব বৈষম্য নেই। যার কারনে গরিব ঘর থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছেন মোদি। এই রাজ্যের মানুষজনকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভালবাসেন। তাই তিনি রাজ্য সফরে এসে বলে গেছেন এই রাজ্যের বিকাশের জন্য আগামী দিনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। এক সময় কমিউনিস্টরা এই রাজ্যকে শাসনের নামে শোষণ করেছে। গরীব অংশের মানুষরা শোষিত হয়েছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কারণেই তিনি এই রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়ে কমিউনিস্টের নাগপাশ থেকে এই রাজ্যকে মুক্ত করেছেন বলে দাবি করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। পাশাপাশি তিনি জানান এ রাজ্যের খেটে খাওয়া দৈনন্দিন রোজগারের মানুষজনদের খোঁজখবর কংগ্রেস কমিউনিস্টরা না রাখলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সাংসদ বিপ্লব দেব ত্রিপুরা রাজ্যের গরিব মানুষের খোঁজখবর রাখেন। আর যারা গরীব মানুষের খোঁজখবর রাখেন না তাদের কথা কাউকেই চিন্তা করার দরকার নেই বলে এদিন স্পষ্ট জানিয়ে দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব।