নিজস্ব প্রতিনিধি:- লোকসভা নির্বাচনের আগে সঙ্ঘ সম্পর্কে বিজেপি সভাপতি জে পি নড্ডার নেতিবাচক মন্তব্যের পরেই দু’পক্ষের মনোমালিন্যের সূত্রপাত হয়। পরিস্থিতি এমন হয় যে, লোকসভা ভোট চলাকালীন কার্যত বসে যান আরএসএস নেতৃত্ব।নিশ্চিত ছিল হার। অতি বড় বিজেপি সমর্থকও ভাবেননি, হরিয়ানায় বিধানসভা নির্বাচনে ক্ষমতা ধরে রাখা যাবে। কিন্তু অসাধ্যসাধন করে ভোটের আগের দু’মাসে আরএসএস নেতৃত্বের পথসভা ও বাড়ি বাড়ি গিয়ে প্রচার। বিজেপি নেতৃত্বের দাবি, তাঁদের ও সঙ্ঘের মধ্যে লোকসভা ভোটের সময়কার শীতলতা এখন অতীত। ফলে ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে আসন্ন বিধানসভা নির্বাচন এবং উত্তরপ্রদেশের ৯টি-সহ বিভিন্ন বিধানসভা আসনে হতে চলা উপনির্বাচনেও আরএসএসের সক্রিয় ভূমিকায় লাভবান হওয়ার আশা পদ্ম শিবিরের।