
নিজস্ব প্রতিনিধি:-কমলা হ্যারিস জিততে পারলেন না। এই দেশে অনেকেই কমলার জয়ের বিষয়ে নিশ্চিত হয়ে অপেক্ষা করছিলেন। তাঁদের আশাভঙ্গ হয়েছে। কিন্তু ভারতের অন্ধ্রপ্রদেশের একটি ছোট্ট গ্রাম, ধুমধামের সঙ্গে উদযাপন করছে ডোনাল্ড ট্রাম্পের জয়ের। নির্দিষ্ট জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে উচ্ছ্বাস কেন? কানেকশন কী?কারণ ঊষা ভ্যান্স। ট্রাম্পের রানিং মেট, জে ডি ভ্যান্স-এর স্ত্রী। গণনা সম্পূর্ন হওয়ার আগেই ট্রাম্প যখন নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে দেন, তখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভ্যান্সের নাম জানান তিনি। বক্তব্যে উল্লেখ করেন ঊষার কথাও।আর এই ঊষার কারণেই রিপাবলিকান পার্টির উচ্ছ্বাসের থেকে বহু দূরের গ্রামে আনন্দ, উচ্ছ্বাস। ঊষা ভারতীয় বংশোদ্ভূত, ঊষার পূর্বপুরুষের ঘর ওই গ্রামেই।ঊষা জন্মেছেন, বড় হয়েছেন সান দিয়েগোতে। কিন্তু এই লড়াইয়ে তাঁর গ্রামের সকলে মনেপ্রাণে থেকেছেন তাঁর পাশে। বিড়বিড় করে বলেছেন, জয় আসুক। আর জয়ের পরেই খুশিতে ফেটে পড়েছেন। ট্রাম্পের জয়ের জন্য প্রার্থনা করেছেন। তাঁরা আশা করছেন, ঊষা কখনও ওই গ্রামের সাহায্যের জন্য এগিয়ে আসবেন।