দেশ
img

বিমানে বোমাতঙ্কের ঘটনার পর এবার ট্রেনেও বোমাতঙ্ক।

নিজস্ব প্রতিনিধি:- বিমানে বোমাতঙ্কের ঘটনার পর এবার ট্রেনেও বোমাতঙ্ক। এবার বিহার থেকে দিল্লিগামী  ক্রান্তি এক্সপ্রেসকে উত্তরপ্রদেশে থামিয়ে চলল তল্লাশি। যদিও দীর্ঘ তল্লাশিতে কিছুই মেলেনি। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।জানা গেছে বিহার  ক্রান্তি এক্সপ্রেস দ্বারভাঙা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল শুক্রবার। সন্ধ্যায় উত্তরপ্রদেশের উপর দিয়ে যাওয়ার সময় ওই ট্রেনে বোমাতঙ্ক ছড়ায়। দিল্লির কন্ট্রোল রুম থেকে খবর আসে, ট্রেনে বোমা রাখা আছে বলে হুমকি পেয়েছেন তাঁরা। ঝুঁকি না নিয়ে ট্রেন থামিয়ে দেওয়া হয়। সন্ধে সাড়ে ৭টা নাগাদ গোণ্ডা স্টেশনে ট্রেন থামিয়ে শুরু হয় তল্লাশি। বম্ব স্কোয়াডের কর্মীরা গোটা ট্রেনে তল্লাশি চালান। কিন্তু কিছুই পাওয়া যায়নি। গোণ্ডার জিআরপি ইনস্পেক্টর নরেন্দ্র পাল সিং জানিয়েছেন, ‘‌দিল্লির কন্ট্রোল রুম থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জিআরপি, আরপিএফ এবং নিরাপত্তারক্ষীরা গোণ্ডা স্টেশনে ট্রেন থামান। এরপর বম্ব স্কোয়াড ডেকে তল্লাশি করানো হয় কিন্তু কিছ পাওয়া যায়নি।’‌ এদিকে, দীর্ঘ তল্লাশি শেষে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। ঘটনায় যাত্রীরা ছাড়াও ট্রেনের নিরাপত্তারক্ষীরাও আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ভুয়ো বোমাতঙ্ক কে বা কারা ছড়াল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ