দেশ
img

দিওয়ালির পরদিন দিল্লির দূষণের মাত্রা সব রেকর্ড ভেঙে দিল

নিজস্ব প্রতিনিধি:-দিওয়ালির পর দিন দিল্লির দূষণ চরমতম মাত্রায় পৌঁছে গেল। ঘন ধোঁয়াশা রাজধানীর আকাশ জুড়ে। দৃশ্যমানতা প্রায় শূন্যে এসে ঠেকেছে সকালে।দূষণের কথা মাথায় রেখেই আতশবাজির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। কিন্তু সেই আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার বাজি ফুটেছে। ফলে দিল্লিতে বাতাসের গুণগত মান শুক্রবার সকালে আরও খারাপ পর্যায়ে পৌঁছেছে।জানা গেছে, দিল্লিতে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত শব্দবাজি ফেটেছে। ফলে রাজধানীর আকাশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ জানিয়েছে শুক্রবার সকালে দিল্লির বাতাসের গুণগত মান সকাল সাড়ে ৬টায় ছিল ৩৫৯। যা খুবই খারাপ বলে বিবেচনা করা হয়।