দেশ
img

.সময়সীমা শেষ হল ডি ওয়াই চন্দ্রচূড়ের ; পরবর্তী বিচারপতি সঞ্জীব খান্না

নিজস্ব প্রতিনিধি:- ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার বিচারপতি সঞ্জীব খান্নাকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। বিচারপতি খান্না বর্তমানে সুপ্রিম কোর্টের সবথেকে সিনিয়র বিচারক। আগামী ১১ নভেম্বর থেকে প্রধান বিচাররপতির দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ১০ নভেম্বর অবসর নিচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, ‘ভারতের সংবিধানে দেওয়া ক্ষমতা প্রয়োগে, মাননীয় রাষ্ট্রপতির সাথে পরামর্শের পর বিচারপতি সঞ্জীব খান্নাকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে পেরে আমি আনন্দিত’। বিচারপতি খান্না ভারতের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর মেয়াদ চলবে ১৩ মে পর্যন্ত। উল্লেখ্য, ২০১৯ সালের ১৮ জানুয়ারি দিল্লি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিযুক্ত হন বিচারপতি খান্না।