দেশ
img

রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফের একবার বন্ধু বার্তা নরেন্দ্র মোদির

রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফের একবার বন্ধু বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের সাইডলাইনে মঙ্গলবার পুতিনের সঙ্গে দেখা করেছেন মোদি।এদিন প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সব পক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি। সব সময়ই আমাদের অবস্থান ছিল সংলাপের মাধ্যমে সব দ্বন্দ্বের সমাধান করা। আমরা বিশ্বাস করি, যুদ্ধে শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। ভারত শান্তি আনতে সাহায্য করতে সর্বদা প্রস্তুত।