
Oct 18, 2024
নিজস্ব প্রতিনিধি:-আবারও বোমাতঙ্ক ছড়াল দুই বিমানে। ইন্ডিগো এবং বিসতারার বিমানে বোমাতঙ্ক ছড়ায়। এই নিয়ে টানা চার দিন ধরে বেশ কয়েকটি বিমানে বোমাতঙ্কের ঘ়টনায় শোরগোল পড়ে গিয়েছে। বুধবারই বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু। কিন্তু তার পরেও একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল।জানা গিয়েছে, জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে মুম্বইয়ে আসছিল বিসতারার একটি বিমান। বুধবার রাত ১৪৭ জন যাত্রীকে নিয়ে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় বিমানটি। কিন্তু মুম্বইয়ের কিছুটা দূরেই বৃহস্পতিবার বিমানে বোমাতঙ্ক ছড়ায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সমাজমাধ্যমে সেই হুমকি বার্তা পাওয়ার পরই বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়।